চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তারেক ও তনিমার ফিদে আরবিটের স্বীকৃতি

১০ মার্চ, ২০২০ | ১:২৯ পূর্বাহ্ণ

বিশ^ দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক আবুধাবীতে ২৭-২৯ শে ফ্রেরুয়ারীতে অনুষ্ঠিত ফিদে কংগ্রেস সভায় ন্যাশনাল আরবিটর প্রকৌশলী এস এম তারেক ও মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীনকে ফিদে আরবিটর হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত নভেম্বর’১৯ ঢাকায় অনুষ্ঠিত ফিদে আয়োজন ফিদে আরবিটর সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দুইজনই লিখিত পরীক্ষায় অংশ গ্রহন করে, উর্ত্তীর্ন হয়ে ফিদে আরবিটের ৪টি নর্মের মধ্যে ১টি নর্ম লাভ করেন। পরবর্তীতে আরো ৩টি নর্ম পূরন করা হলে ফিদে তাদেরকে ফিদে আরবিটর হিসেবে স্বীকৃতি দেন। এতদিন দেশের মধ্যে যে কোন জাতীয় ও আন্তজার্তিক দাবা প্রতিযোগিতা পরিচালনা করতে পারতো। এই স্বীকৃতি লাভের পর দেশে ও বিদেশে যে কোন আন্তজার্তিক দাবা খেলা পরিচালনা করিতে পারবে। মহিলা ফিদে মাষ্টার তনিমা পারভীন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটির সাধারণ সম্পাদক এবং পেশায় দাবা ট্রেইনার। এস এম তারেক চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারন সম্পাদক, সিজেকেএস দাবা কমিটির সদস্য, পেশায় প্রকৌশলী এবং বাংলাদেশ বিদ্যৎ উন্নয়ন বোর্ডের খুলশী চট্টগ্রামের সহকারি মহাব্যবস্থাপক অপারেশন হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট