চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

৯ মার্চ, ২০২০ | ৩:২০ পূর্বাহ্ণ

মাশরাফি বিন মর্তুজার আনুষ্ঠানিক বিদায়ের পর থেকে জল্পনা চলছিল, কে হবেন ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক। তিনটি নাম ঘুরে ফিরে আসছিল- মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার নেতৃত্বেই সামনের দিনগুলোতে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে তামিম ইকবাল কতোদিনের জন্য নেতৃত্বে এসেছেন তা পরিষ্কার নয়। সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে হয়তো তাকে দেখা যেতে পারে নেতৃত্বে। জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখার অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব। তার জায়গায় টি-টোয়েন্টির নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর টেস্টের অধিনায়ক মুমিনুল হক। গতকাল রবিবার দুপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে দলের সবার সঙ্গে ছিলেন তামিম ইকবালও। সে সময় বিসিবির কার্যালয়ে হচ্ছিল বোর্ড পরিচালকদের সভা। হুট করেই অনুশীলনের মাঝ থেকে তামিমকে সভায় ডেকে নেয়া হয়। বিকেল সাড়ে ৪টা নাগাদ অনুশীলন রেখেই বোর্ড সভায় যোগ দেন তামিম।

তামিম অধিনায়ক হচ্ছেন-এমন একটা খবর গতকাল সকাল থেকেই ভেসে বেড়াচ্ছিল ক্রিকেটাঙ্গনে। তবে অনেকেই এগিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদকে। তিনিই যে টি-টোয়েন্টি অধিনায়ক। তবে তার ফর্ম নিয়ে কিছুটা শঙ্কা আছে। এ কারণেই ওপেনার তামিমকে বেছে নিয়েছে বিসিবি। সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ খেলেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় এখন দেখা যাবে তামিমকে। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়েই অধিনায়ক তামিমের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে। ২০১৯ সালে বিশ্বকাপ শেষে মাশরাফির অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েছিলেন তামিম। যদিও হার নিয়েই দেশে ফিরতে হয় তার দলকে। এবার মাশরাফির জায়গায় তামিম। মাশরাফি ৮৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। দলকে এনে দিয়েছেন সর্বোচ্চ ৫০টি ওয়ানডে জয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট