চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে টাইগারদের নতুন মিশন

টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

স্পোর্টস ডেস্ক

৯ মার্চ, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে শেষে এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে নামবে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছ বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরুর লক্ষ্য টাইগারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। জিটিভির সাথে স্টার স্পোর্টস খেলা সরাসরি সম্প্রচার করবে। ওয়ানডে বা টেস্টের তুলনায় টাইগারদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের চিত্রটা করুণই। আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজ জিতলেই আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হবে টাইগারদের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠবে বাংলাদেশ। বর্তমানে ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং ২২৬।

তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে নবম স্থানে ক্যারিবীয়রা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ বা ২-০ ব্যবধানে সিরিজ জিতলেই র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠবে বাংলাদেশ। ১-০ বা ২-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২২৭। তবে সিরিজ ড্র করলে দশম স্থানেই থাকতে হবে বাংলাদেশকে। তখন রেটিং কমে হবে ২২৩। আর যদি ২-০ ব্যবধানে সিরিজ হারে তবে বাংলাদেশের রেটিং হবে ২২০। সেক্ষেত্রে দশম স্থানেই থাকবে টাইগাররা। উল্লেখ্য, এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে বাংলাদেশ ৭ বার ও জিম্বাবুয়ে ৪ বার জয় পায়।
যদি টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারে বাংলাদেশ, তবে পুরো সফরেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে টাইগাররা। সিরিজ শুরুর আগে এমনই লক্ষ্য বাংলাদেশের। লক্ষ্য পূরণের জন্য জয় দিয়ে সিরিজ শুরু করাটা বাধ্যতামূলক। কিন্তু কাজটি সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ক্রিকেট খেলে থাকে জিম্বাবুয়ে। সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, প্রত্যেকটি ম্যাচই চ্যালেঞ্জিং। কোনো কিছুই সহজভাবে নেয়ার অবকাশ নেই।
ওদিকে, জয়ের স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। গতকাল সংবাদ সম্মেলনে উইলিয়ামস বলেন, অবশ্যই বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলছে। তবে ক্রিকেটে যে কোন সময়ই অবস্থার পরিবর্তন হতে পারে। মাত্র ২টি ভালো বলই পারে খেলার অবস্থা পাল্টে দিতে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট