চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘মাশরাফির মধ্যে ক্যারিশমেটিক পাওয়ার ছিল’

পা মাটিতেই রাখছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

৯ মার্চ, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র টেস্ট ম্যাচটি প্রবল বিক্রমে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচটি নিজেদের করে নিয়েছে চতুর্থ দিনের দুই সেশন বাকি থাকতেই। তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতেও তার ব্যত্যয় ঘটেনি। তামিম, লিটনদের রান বন্যায় ¯্রফে ভেসে গেছে চিমু চিবাবা ও শন উইলিয়ামসরা। এমন দাপুটে পারফরম্যান্সের পর টি টোয়েন্টি সিরিজে টিম বাংলাদেশ নির্ভার থাকতেই পারে। সতীর্থদের উড়ন্ত ছন্দে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদেরও ওড়ার কথা। কিন্তু না, মোটেও উড়ছেন না, লাল সবুজের এই ধুম-ধাড়াক্কা কাপ্তান। বরং পা মাটিতেই রাখছেন তিনি। টেস্ট, ওয়ানডেতে উড়ন্ত জয়ে ভাসলেও টি টোয়েন্টি সিরিজটি চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন মিস্টার কুল। গতকাল মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। মাহমুদউল্লাহ জানান, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটি খেলাই চ্যালেঞ্জিং। যার সঙ্গেই খেলেন না কেনো। আমরা টেস্ট সিরিজ ও ওয়নাডে সিরিজে ভাল ক্রিকেট খেলেছি। তারপরেও আমার মনে হয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী দল। তাদের ব্যাটিং অর্ডার বেশ ভাল। আমাদেরও খুব ভাল ক্রিকেট খেলতে হবে। আমাদের ইতিবাচক মাইন্ডসেট নিয়ে আসতে হবে। কারণ, আমরা যদি সহজভাবে নেই, তা আমাদের জন্য খারাপ হবে।’

দলের অধিনায়কত্ব ইস্যুতে টাইগার দলের সিনিয়র সদস্য ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, অধিনায়কত্বের কাজটি সহজ হবে না। কাজটি বেশ চ্যালেঞ্জিং হবে। কেন না মাশরফি ছিলেন একজন ক্যারিশমেটিক নেতা। মাহমুদউল্লাহ জানালেন, ‘অবশ্যই মাশরাফি ভাই দলটা যেভাবে সামলেছেন, এগিয়ে নিয়ে গেছেন তা নতুন অধিনায়কের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। তারপরও আমি এটা জিনিস বলতে চাই, যেই অধিনায়ক হোক আমার মনে হয় যে তার জন্য এটা একটা চ্যালেঞ্জ হবে। কারণ যদি আমরা সামনের দিকে এগোতে চাই আর ভালো ক্রিকেট খেলতে চাই এর কোনো বিকল্প নেই। চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং ওই অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে মাশরাফি ভাই খুব ভালো উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন, অধিনায়ক হিসেবে ওনার অনেকগুলো গুণ ছিল।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট