চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবলের উদ্বোধন শেষ মুহূর্তের গোলে কাস্টমসের জয়

৯ মার্চ, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ)-র যৌথ উদ্যোগে আয়োজিত এবং জিপিএইচ ইস্পাতের পৃষ্ঠপোষকতায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ গতকাল থেকে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব ২-১ গোলে নবাগত চট্টগ্রাম জেলা পুলিশ দলকে হারিয়েছে। এর আগে এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ লিগের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার অভিক ওসমান সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক ওয়াহিদ দুলালের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে, সিজেকেএস সহ-সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাবেক সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু ও তাহেরুল আলম স্বপন এবং কোষাধ্যক্ষ মোহাম্মাদ শাহাজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলায় কাস্টমস স্পোর্টস ক্লাব বেশ ভাল খেলেই জয় করায়ত্ব করেছে। তবে নবাগত জেলা পুলিশ দলও সমানতালে লড়াই করার চেষ্টা করেছে। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর অতিরিক্ত সময়ের ১ম মিনিটে গোল পায় কাস্টমস ক্লাব। এ সময় বা দিকে সাগরের পাসে পুলিশের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে একেবারে ফাঁকায় পেয়ে যান আলী আকবর। বক্সের ভেতর থেকে জোরালো শটে আলী আকবর গোল করেন (১-০)। দ্বিতীয়ার্ধে কাস্টমস ক্লাব গোলের ব্যবধান বাড়ানোর চেষ্টা করলে, পুলিশ দলও সমতা আনার লড়াইয়ে মনোনিবেশ করে। অবশেষে ডিফেন্স ও কিপারের ভুলে সমতা আনে পুলিশ দল সমতা আনে খেলার ৭৪ মিনিটে। এ সময় কাস্টসম ক্লাবের বক্সে সৃষ্ট জটলায় কিপার ও ডিফেন্সের অবহেলার সুযোগে নাজমুল বিশ^াস টোকা মেরে বল জালে জড়ান (১-১)। এভাবেই খেলা শেষ হতে পারতো। কিন্তু শেষ দিকে সাগরের দক্ষতায় জয় পায় কাস্টমস ক্লাব। বা দিকে একেবারে একক প্রচেষ্টায় ২/৩ জনকে কাটিয়ে বক্সে ঢুকে যে ক্রসটি করেন তার উপর নিখুত শটে জয়সূচক গোলটি করেন কাস্টমস ক্লাবের জাহেদুল আলম (২-১)।
আজকের খেলা: (১ম বিভাগ): রাইজিং স্টার ক্লাব বনাম পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা (বিকেল ৩টা) এবং নওজোয়ান ক্লাব বনাম কর্ণফুলী ক্লাব (বিকেল ৫টা)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট