চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বন্দর কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে সিপিএসসি (লাল) ও আফতাব একাডেমি

৭ মার্চ, ২০২০ | ১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কাপ অনুর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সিপিএসসি (লাল) ও আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। গতকাল দিনের ১ম খেলায় সিপিএসসি (লাল) দল ৪ উইকেট এস এস ক্রিকেট একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে। টসে জিতে এস এস ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ১৯.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৮৫ রান করে। মহসীন সর্বোচ্চ ২০ রান করে। সিপিএসসি (লাল) দলের পক্ষে ১৩ রানের বিনিময়ে ফারাবি ২ উইকেট পান। জবাবে সিপিএসসি (লাল) ৬ উইকেটে হারিয়ে ৮৯ রান করে। উক্ত দলের ফরহাদ সর্বোচ্চ ৩০ রান করে। মহিন ৪ ওভার বল করে ৩ উইকেট পান। সিপিএসসি (লাল) দলের ফরহাদ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দও স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক মো. গোলাম মরতুজা খেলা শেষে প্রধান অতিথি হিসাবে ম্যান অব দি ম্যাচের পুরস্কার প্রদান করেন। ২য় খেলায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ৭৮ রানে উদীয়মান ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। টসে জিতে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৫ রান করে। তাফসিদুল সর্বোচ্চ ৫৬ রান করে। জবাবে উদিয়মান ক্রিকেট একাডেমি ১০ উইকেটের বিনিময়ে ৫৭ রান করে। উক্ত দলের রুবায়েত সর্বোচ্চ ১৮ রান করে এবং সামি ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের উপ-পরিচালক ডা. সারওয়ার আহমদে খেলা শেষে প্রধান অতিথি হিসাবে ম্যান অব দি ম্যাচের পুরস্কার প্রদান করেন। সিপিএসসি (লাল) বনাম আফতাব আহমদে ক্রিকেট একাডেমির মধ্যেকার ফাইনাল খেলার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট