চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইসিসির ‘হাস্যকর’ সিদ্ধান্তে বিতর্ক

৭ মার্চ, ২০২০ | ১:২০ পূর্বাহ্ণ

ভারতীয় মেয়ে ক্রিকেট টিমের বিশ্বকাপ ফাইনালে যাওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক। ইংল্যান্ডের নারী দলের অধিনায়ক হিদার নাইট থেকে মার্ক ওয় কিংবা মিতালি রাজ থেকে ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন—সকলেই এ নিয়ে মুখ খুললেন। রিজার্ভ ডে না থাকার জন্য দুষছেন আইসিসিকে। ভন যেমন এক বলও না-খেলে ভরতের ফাইনালে যাওয়া নিয়ে কটাক্ষ করে টুইট করে বলেন, ‘কোনও রিজার্ভ ডে নেই বিশ্বকাপ সেমিফাইনালে। কী লজ্জাজনক!’ এর পরই ভারতের ট্রোলবাহিনী ভনকে আক্রমণ করে বসেন। অনেকেই যা বলেন, তার নির্যাস, ছেলেদের বিশ্বকাপে এ বার ইংল্যান্ড কী ভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, তা মনে নেই? ফলে এটা তো কর্মফল! ভন যার উত্তরে ট্রোল বাহিনীকে ‘মহামূর্খ’ বলে কটাক্ষ করে বলেন, ‘যে সব মহামূর্খ এটাকে ‘কর্মফল’ বলছেন, তাঁদের মনে করিয়ে দিচ্ছি, ইংল্যান্ডের ছেলেদের টিমকে সে দিন স্কিলের পরীক্ষা দিতে হয়েছিল।

ভালো খেলে সে দিন সুযোগ ছিনিয়ে নিতে হয়েছিল। কিন্তু, একটা বলও না খেলে খারাপ আবহাওয়ার কারণে ফাইনালে যাওয়াটা সত্যিই লজ্জাজনক।’ ঘটনা হল, পরশু বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কা সত্যি হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট