চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নাঈম-আফিফের যাত্রা হলো শুরু

স্পোর্টস ডেস্ক

৭ মার্চ, ২০২০ | ১:২০ পূর্বাহ্ণ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি মুর্তজা নেমেছিলেন অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে। জিম্বাবুয়ের বিপক্ষে গতকালের ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন ছিল। ওয়ানডে অভিষেক হয়েছে আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমের। টি-টোয়েন্টি দিয়ে আগেই আন্তর্জাতিক হয়েছে তাদের। ম্যাচে যে মুশফিকুর রহিম থাকবেন না, সেটা জানাই ছিল। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আফিফ। ওয়ানডেতে প্রথমবার সুযোগ পাওয়া এই অলরাউন্ডার এর আগে খেলেছেন দশটি টি-টোয়েন্টি, সেখানে এক হাফসেঞ্চুরিতে তার রান ১১৩। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ মিলেছে নাঈমের। প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামা টপ অর্ডার ব্যাটসম্যানের আছে পাঁচটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা নাঈমের। নাগপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলে নিজের সামর্থ্যরে জানান দিয়েছিলেন নাঈম। অভিষিক্ত ক্যাপ পেয়েই অধিনায়ক মাশরাফির সঙ্গে ছবি তোলেন আফিফ-নাঈম। অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচটি দিয়ে ওয়ানডেতে যাত্রা শুরু হলো নবীন দুই ক্রিকেটারের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট