চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সিকান্দার রাজার সেঞ্চুরি !

৭ মার্চ, ২০২০ | ১:২০ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের ১৭তম খেলোয়াড় হিসেবে শততম ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন রাজা।

২০১৩ সালের ৩ মে দেশের মাটিতে এই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয় রাজার। একই বছরই টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় তার। এরপর দলের অন্যতম খেলোয়াড়ে পরিণত হন তিনি। এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ১৫ টেস্টে ১,০৩৭ রান ও ৩২ উইকেট, ৯৯ ওয়ানডেতে ২,৭৪০ রান ও ৫৯ উইকেট এবং ৩২টি টি-টোয়েন্টিতে ৪০৬ রান ও ১১ উইকেট শিকার করেন ৩৩ বছর বয়সী রাজা। জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। ২২১টি ওয়ানডে খেলেছেন তিনি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ২১৩টি ম্যাচ খেলেছেন গ্র্যান্টের বড় ভাই এন্ডি ফ্লাওয়ার।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট