চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হঠাৎ বিশ্রামে সাইফউদ্দিন-মুস্তাফিজ

৪ মার্চ, ২০২০ | ৩:০৮ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বল হাতে ২২ রানে ৩ উইকেট, ব্যাট হাতে ১৫ বলে করেছিলেন ২৮ রান। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে তাকে রাখা হয়নি দলে। বল হাতে সিলেটে প্রথম ওয়ানডেতেও দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ ওভারে ২২ রানে পেয়েছেন ১ উইকেট। তাকে দেখা গেল না দ্বিতীয় ওয়ানডের একাদশে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসের সময় জানিয়ে দিয়েছেন দুটি পরিবর্তন এসেছে দ্বিতীয় ওয়ানডেতে। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানালেন, মুস্তাফিজ ও সাইফউদ্দিনকে রাখা হয়েছে বিশ্রামে। মূলত ওয়ার্ক লোড কমাতে দু’জনকে রাখা হয়েছে বিশ্রামে। সম্প্রতি বাংলাদেশ দলের ফিজিও জুলিয়ান ক্যালোফাতে পেসারদের পরিচর্যার জন্য নতুন প্রক্রিয়া চালু করেছেন। ‘ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট’ এর অংশ হিসেবে জুলিয়ান ৭-৪-২ নামে একটি প্রক্রিয়া শুরু করেছেন। ৭ দিয়ে তিনি বুঝাচ্ছেন পেসাররা সাতদিনের একটি প্রক্রিয়ায় থাকবেন। ৪ দিয়ে বুঝিয়েছেন পেসাররা সাত দিনে বোলিং করবেন চারদিন। ২ দিয়ে বুঝিয়েছেন চারদিন বোলিংয়ে কোনোবারই টানা দুদিনের বেশি বোলিং করবেন না। অর্থ্যাৎ সাতদিনের বোলিংয়ে চারদিন বোলিং কিন্তু কোনোবারই টানা দুদিনের বেশি বোলিং নয়। দুদিনের বোলিংয়ের পর দুদিনের বিশ্রাম। এরপর একদিন বোলিং, এরপর একদিন বিশ্রাম আবার একদিন বোলিং। এভাবেই চলবে সাতদিনের প্রক্রিয়া। তবে খেলোয়াড় ভেদে এ সাতদিনের প্রক্রিয়াতেও আসতে পারে পরিবর্তন। বাংলাদেশের পেসারদের ইনজুরি ম্যানেজমেন্ট প্রক্রিয়া একেবারেই নতুন। প্রায় সময়ই দেখা যায় পেসাররা তিন ফরম্যাটে খেলছেন এবং টানা বোলিং করে যাচ্ছেন। এতে অনেক সময় পেসাররা ইনজুরিতে পড়তেন, অনেক সময় নিজের সেরাটাও দিতে পারতেন না। জুলিয়ানের নতুন এ প্রক্রিয়ায় পেসারদের যতœ করছে টিম ম্যানেজমেন্ট। শুধু বর্তমান পেসারদের জন্যই নয় এ পরিচর্যা ও প্রক্রিয়া স্থানীয় পেসারদের জন্যও সুখবর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট