চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ধন্যবাদ’ দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক

৪ মার্চ, ২০২০ | ৩:০২ পূর্বাহ্ণ

গত বিশ্বকাপ থেকে তামিমের ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। স্ট্রাইক রোটেট করে খেলতে না পারার কারণে অন্যপ্রান্তের ব্যাটসম্যানদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। গতকাল সেটি কাটিয়ে উঠলেন দেশসেরা ওপেনার। খোলস ছেড়ে বেরিয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে পান ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। তামিমের ফর্ম নিয়ে যত না আলোচনা ছিল, তার চেয়ে বেশি প্রশ্ন ছিল তার ব্যাটিংয়ের ধরন ও অতিরিক্ত ডট বল খেলা নিয়ে। চলতি সিরিজের প্রথম ম্যাচেও ৪৩ বলে মাত্র ২৪ রান করেছিলেন তিনি। নিজের সমস্যা কাটাতে সোমবার ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে নিয়ে বাড়তি অনুশীলন করেছিলেন। সংবাদমাধ্যমে ম্যাকেঞ্জি বলেছিলেন, তামিমের বর্তমান অবস্থা কাটিয়ে প্রথম পাওয়ার প্লেতে দুটির বেশি বাউন্ডারি মারলেই হবে। গতকাল কোচের চাওয়ার চেয়ে বাড়তি কিছুই দিলেন তামিম। প্রথম ১০ ওভারে তার ব্যাট থেকে আসে দশটি দর্শনীয় চার। শুধু তাই নয়, সেঞ্চুরির পর ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস খেলার পর টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন তিনি। এর আগে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েও ব্যাট হাতে ব্যর্থতা থেকে বেরোতে পারছিলেন না তামিম ইকবাল। রান খরা কাটাতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচকেই যেনো বেছে নেন তিনি। ১৩৬ বলে ১৫৮ রানের অনবদ্য ইনিংসটি ২০ চার ও ৩ ছক্কায় সাজান দেশসেরা ওপেনার। দেড় বছর পর শতকের মুখ দেখা তামিম বলেন, ‘ভালো ব্যাটিং করেছি। আমি টিম ম্যানেজমেন্ট ও আমার সতীর্থদের ভরসা রাখার জন্য ধন্যবাদ দেব। আমি আজ (গতকাল) বলে খুব ভালো শট নিতে পারছিলাম। সেভাবেই তাই খেলে গেছি। শুরুতে সেট হয়ে যাওয়ায় ভাগ্যবান ছিলাম। পরে ইনিংসটা এগিয়ে নিয়ে গেছি।
আমি শুধু সোজা ব্যাটে খেলে যাওয়ার চেষ্টা করেছি।’ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাট করা নিয়ে প্রশ্ন করা হয় তামিমকে। উত্তরে তিনি জানান, ‘দলের প্রথম পাঁচজনের অন্তত একজন ৪০ ওভার পর্যন্ত খেলবে এমন পরিকল্পনা ছিল। অবশ্যই দিনটা আমার ছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট