চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হতাশার এক বছর পর কাল বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবলের উদ্বোধন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৩ মার্চ, ২০২০ | ৩:৪৭ পূর্বাহ্ণ

এক বছর (২০১৯) মাঠে গড়ায়নি চট্টগ্রামের ফুটবল। চরম হতাশা কাটিয়ে এ বছর শুরু হচ্ছে ফুটবলের আসর। কাল থেকে প্রথম বিভাগ এবং ৮ মার্চ থেকে প্রিমিয়ার ফুটবল মাঠে গড়াবে। ২০১৯ সালে কেন ফুটবল হয়নি তার কোন সদুত্তর নাই। কেউ হয়তো বলবেন মাঠ পাওয়া যায়নি তাই। কিন্তু যেখানে লিগের চেয়ে টুর্নামেন্টকে বড় করে দেখা হয়, সেখানে এসব বলে আর লাভ কী। সে যাই হোক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের (সিডিএফএ) যৌথ আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ আগামীকাল (৪ মার্চ) এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের লিগের উদ্বোধনী খেলায় প্রিমিয়ার থেকে অবনমিত স্টেডিয়াম পাড়ার শতদল ক্লাব ও নবাগত আগ্রাবাদ কমরেড ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। বিকাল ৪টা ৪৫ মিনিটে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল বিকেলে সিডিএফএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল লিখিত বক্তব্যে লিগের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী। সিডিএফএ’র নব নির্বাচিত সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সিডিএফএ’র নব নির্বাচিত নির্বাহী সদস্য কাজী জসিমউদ্দিন ও সিজেকেএস সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা বাদে এ লিগের বাকি ৮টি দল হচ্ছে, বাকলিয়া একাদশ, নওজোয়ান ক্লাব, রাইজিং স্টার , কল্লোল সংঘ, পটিয়া উপজেলা, কর্ণফুলী ক্লাব, রেলওয়ে রেঞ্জার্স ও ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট