চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জিম্বাবুয়ের বিরুদ্ধে টাইগারদের দ্বিতীয় ওয়ানডে আজ

সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক

৩ মার্চ, ২০২০ | ৩:২৬ পূর্বাহ্ণ

দেশের ইতিহাসে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েই সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ৩ ম্যাচের চলমান এই সিরিজের আজ ২য় ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে আজই সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে টাইগাররা। তবে চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেটে প্রতিপক্ষকে খাটো করে দেখার কোন অবকাশই নেই। যে কোন মুহূর্তেই ঘুরে দাঁড়াতে পারে অতিথি দল। সেটা জেনেই আগের ম্যাচে অধিনায়ক হিসাবে শততম উইকেট ক্লাবে প্রবেশ করা মাশরাফি বিন মর্তুজা নিজেদের সেরাটা দিয়েই আজ জিততে চান।

আজকের ম্যাচটিও শুরু হবে বেলা ১টায়। স্টার স্পোর্টসের সাথে বিটিভি ও জিটিভিও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচটির আগ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে ছিল চরম অস্থিরতা। এমন অবস্থায় টেস্টে সাফল্যের পর সিলেটের প্রথম জয়টি বাংলাদেশের জন্য স্বস্তির। প্রতিপক্ষ যেই হোক, আট মাস পর ওয়ানডে খেলতে নামাটা মোটেও সহজ ছিল না বলে জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজকের ম্যাচেও নিজেদের উজ্জ্বল পারফরমেন্স অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে টাইগারদের। জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াবে এমন চিন্তাও রয়েছে টাইগারদের। সফরকারীরা নিজেদের মেলে ধরতে না পারলেও শন উইলিয়ামসের অন্তর্ভুক্তিতে সিরিজে সমতা আনার ব্যাপারে আশাবাদী জিম্বাবুয়ে। প্রথম সন্তানের বাবা হতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি উইলিয়ামস। উইলিয়ামস বলেন, ‘১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ছেলেদের মানসিকভাবে শক্ত থাকা কঠিন। সবদিক থেকেই গতকালের (পরশুর) পারফরমেন্স ছিল হতাশাজনক।’ তিনি আরও বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কালকের (আজ) জন্য পরিকল্পনা করা খুব জরুরি। আশা করি আমার উপস্থিতি দলে কিছুটা সাহস ও প্রশান্তি আনতে পারবে। ক্রেইগ আরভিনও দলে আছে। সেও খেলতে প্রস্তুত। আমি মনে করি, দীর্ঘ সময়ের জন্য ভালো সিদ্ধান্ত নেয়াটা গুরুত্বপূর্ণ। ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজার মত খেলোয়াড়রা দলে বড় ভূমিকা পালন করে। তাদের জ্বলে উঠা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।’ দ্বিতীয় ওয়ানডের একাদশে বেশ কিছু পরিবর্তন আনছে জিম্বাবুয়ে। তবে অপরিবর্তিত দল নিয়েই খেলতে নামবে বাংলাদেশ। আজ ৭৪তম বারের মত একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগের ৭৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট