চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মুজিব বর্ষ ১০ম ডাচ্-বাংলা ব্যাংক গল্ফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী

২ মার্চ, ২০২০ | ১:৪১ পূর্বাহ্ণ

শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গায় ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী “মুজিব বর্ষ ২০ম ডাচ্-বাংলা ব্যাংক গফ্ফ টুর্নামেন্টে” অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবং এসজিসিসিপি’র চীফ প্যাট্রন এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক’র ঘাঁটি এয়ার অধিনায়ক ও প্রেসিডেন্ট এসজিসিসিপি এয়ার ভাইস্ মার্শাল এ এস এম ফখরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব স্কোয়াড্রন লীডার ওয়াসেক-উল-বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এহ্তেশামুল হক খান। উক্ত টুর্নামেন্টে ৩৮ জন মহিলা, ৩১ জন জুনিয়রসহ মোট ২৩৭ জন গল্ফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে বিজয়ীরা হলেন উইনার- গোলাম মঈনউদ্দিন, রানার আপ- জাহিন আহমেদ, বেস্ট গ্রস- আনোয়ার সাজ্জাদ লিপন, ২য় রানার আপ- এয়ার কমডোর সৈয়দ ফখরুদ্দিন মাসুদ, ২য় বেস্ট গ্রস- রাকিবুর রহমান টুটুল, বেস্ট ব্যাক নাইন- উইং কমান্ডার মো. নুর হোসেন, বেস্ট ফ্রন্ট নাইন- আজমাইন তারিক, ম্যাক্সিমাম পার- হোসেন মোহাম্মদ সোয়েব, লংগেস্ট ড্রাইভ- উইং কমান্ডার এম এ সাদেক, নেয়ারেস্ট টু দ্যা পিন- কমান্ডার আশরাফ মাম্মুদ রিয়াদ, কনভেনশনাল অন উইথ নেয়ারেস্ট টু দ্যা পিন- গ্রুপ ক্যান্টেন আবদুল্ল্-াআল-মাহ্বুব, ২২-২৪ হ্যান্ডিকেপ বেস্ট নেট- উইং কমান্ডার মো. সাইফুজ্জামান, ২২-২৪ হ্যান্ডিক্যাপ ২য় বেস্ট নেট- কমান্ডার এম মিনহাজ উদ্দিন, ০৯ হোল ক্যাটাগরিতে উইনার- ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, রানার আপ- লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, লেডিস উইনার- মিসেস ফারজানা মাহ্বুব, লেডিস রানার আপ- মিসেস কানিজ ফাতেমা, লেডিস বেস্ট গ্রস- মিসেস ওবাইদা সাঈদ, লেডিস লঙ্গেস্ট ড্রাইভ- মিসেস কামরুন নেছা এহসান, জুনিয়র উইনার- মাস্টার রাঈম আল মাবরুক, জুনিয়র রানার আপ- মাস্টার মাহ্রুস উদ্দিন, জুনিয়র বেস্ট গ্রস- মাস্টার তাসিন সাজ্জাদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট