চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটে সিপিএ হাই চ্যাম্পিয়ন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২ মার্চ, ২০২০ | ১:৩৬ পূর্বাহ্ণ

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে সিপিএ হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিপিএ হাই স্কুল সহজেই ৭ উইকেটে নাসিরাবাদ গভ: হাই স্কুলকে হারিয়েছে। খেলায় টসে জিতে নাসিরাবাদ গভ: হাই স্কুল ৩৯.৫ ওভারে ১০৭ রানে অল-আউট হয়। জবাবে সিপিএ হাই স্কুল ৩০ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১১১) করে। অপরাজিত ৫৯ রান করে ম্যান অব দ্য ফাইনাল হন জয়ী দলের তালহা চৌধুরী। খেলা শেষে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লি.’র আগ্রাবাদ শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল হক। সিজেকেএস এর ভাইস চেয়ারম্যান ও ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দীন হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য প্রদীপ কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক মো. গোলাম মরতুজা, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন ও আব্দুর রশিদ লোকমান প্রমূখ। খেলায় টস জয়ী নাসিরাবাদ গভ. হাই স্কুলের ইনিংসে অবিশ^াস্যভাবে একমাত্র রহমত উল্লাহ-ই ৮৪ বলে ২ চারে দু-অংকের ২৯ রান করেন। এছাড়া বাকি ১০ জনের রান ছিল এক অংকের। অতিরিক্ত খাতে ৪০ রান যোগ হয়। যার মধ্যে ৩১টি ছিল নো বল। এতেই দলের রান সংখ্যা (১০৭) টেনে টুনে কোনমতে তিন অংকের কোটায় পৌঁছায়। সিপিএ হাই স্কুলের ওয়াহিদুল করিম ১৮, ইমরান খান ২৩ ও ইমন মাঝি ২৫ রানে প্রত্যেকে ২টি করে উইকেট নেন। এছাড়া শাহাদাত হোসেন ১৪ ও ইমতিয়াজ আলম ১৫ রানে ১টি করে উইকেট দখল করেন। সিপিএ হাই স্কুলের সহজ জয়ে তালহা চৌধুরী ৯১ বলে ১১ চারে অপরাজিত ৫৯ রান করে কান্ডারির ভুমিকা পালন করেন। অন্যান্যের মধ্যে সমির আলী রাফি ২চার ও ১ ছক্কায় ১৫ রান করেন।
এছাড়া অতিরিক্ত ১৯ রানের উপর ভর করে সিপিএ হাই স্কুল সহজ জয়ে শিরোপা জয় করে। নাসিরাবাদ গভ: হাই স্কুলের ফারদিন নুর অমি ২২ রানে ২টি ও বিল্লাল হোসেন ৯ রানে ১ উইকেট দখল করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট