চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চান সালমারা

স্পোর্টস ডেস্ক

২ মার্চ, ২০২০ | ১:৩৬ পূর্বাহ্ণ

জয় দিয়ে আইসিসি নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করতে চায় বাংলাদেশ দল। আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠেয় টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এ ম্যাচে সান্ত¡নার জয় নিয়ে মিশন শেষ করতে চায় সালমা খাতুনের দল। বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে ম্যাচটি। শেষ ম্যাচের ফলাফল কোনো কাজে না আসলেও ম্যাচটি নিয়ে এখনো উচ্চাশার শেষ নেই টাইগ্রেস শিবিরে। শ্রীলংকাকে এ ম্যাচে হারাতে পারলে অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারবে বাংলাদেশ নারী দল। যার ফলে ২০২২ বিশ্বকাপে অন্তত সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশ। তবে হেরে গেলে ২০২২ বিশ্বকাপ খেলতে বাছাইপর্বের বাধা টপকাতে হবে টাইগ্রেসদের। এখনো পর্যন্ত টুর্নামেন্টে কোনো জয় পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হারার পর অস্ট্রেলিয়ার কাছে ৮৬ এবং নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শ্রীলংকাও আগের তিন ম্যাচের সবকটিতে পরাজিত হয়েছে। তাই তারাও চাইবে অন্তত শেষ ম্যাচে জয় নিয়ে মাথা উচু করে দেশে ফিরতে। ইতোমধ্যে লংকান অধিনায়ক চামারি আতাপাত্তু বিশ্ববাসির নজর কেড়েছেন। সাহসী এই ওপেনার নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে যথাক্রমে ৪১ ও ৩৩ রান করেছে। সেই সঙ্গে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে রয়েছে তার হাফ সেঞ্চুরি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট