চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানে বড় পরিসরে বঙ্গবন্ধু কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা হ বান্দরবান

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৭ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু কারাতে প্রতিযোগিতা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে হিলভিও কনভেনশন সেন্টারে আয়োজিত এই কারাতে প্রতিযোগিতায় তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল এমরান, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈলা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কং­জুরী মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় কাতা ও কুমিতে ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। পরে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। এই প্রথম ঢাকার বাইরে বড় পরিসরে বান্দরবানে এ কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড়দের বাছাই করে নিতে ও সারাদেশে কারাতে খেলাকে পরিচিতি দিতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য জেলায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈলা জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট