চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিকেএসপিতে খেলোয়াড় বাছাই কার্যক্রমে অংশগ্রহণেচ্ছুদের জ্ঞাতার্থে

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে আগামী ১ মার্চ হতে ১২ মার্চ পর্যন্ত সকল জেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের নিমিত্তে প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে (সাগরিকা মহিলা কমপ্লেক্স) আগামী ৮ মার্চ সকাল ৯ টায় আর্চারী, এথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, সাঁতার, তায়কোয়ানডো, টেবিল টেনিস, টেনিস, ভলিবল ও উশু ও কাবাডি খেলায় ৮-১৩ বৎসর বয়সী ছেলে ও মেয়েদের প্রশিক্ষণের জন্য বাছাই/নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হবে। এতে আগ্রহী চট্টগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সহ সংশ্লিষ্ট এলাকা বা প্রতিষ্ঠানের প্রতিভাবান খেলোয়াড়দের অনলাইনে আবেদন পূর্বক আবেদনের প্রিন্ট কপিসহ উল্লেখিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়া: িি.িনশংঢ়.মড়া.নফ-তে লগইন করে ছাত্র/ছাত্রী তে ক্লিক করলে নতুন ডবন ঢ়ধমব আসবে। এরপর ঙহষরহব জবমরংঃৎধঃরড়হ ট্যাব হতে অঢ়ঢ়ষু-তে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফরম আসবে। উক্ত রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে ঝঁনসরঃ করার পর প্রাপ্ত প্রিন্ট কপিটি বাছাইয়ের দিন অবশ্যই সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট