চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেটের ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:১৪ পূর্বাহ্ণ

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগামী ১ মার্চ পুন-নির্ধারিত তারিখে এ ফাইনাল ফের অনুষ্ঠিত হবে। গতকাল সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ ফাইনালে সিপিএ হাই স্কুল ও নাসিরাবাদ গভ: হাই স্কুল মুখোমুখি হয়। খেলায় প্রথমে ব্যাট করে নাসিরাবাদ গভ: হাই স্কুল ৩১.২ ওভারে ১১০ রানে অল-আউট হয়। এতে হৃদয় হাসান (৪চারে ৩৫ রান) ছাড়া বাকিদের কেউই ভাল রান করতে পারেনি।

সিপিএ হাই স্কুলের দুই সফল বোলার ইমতিয়াজ ১৭ রানে ৪টি এবং ইমরান খান ৩২ রানে ৩ উইকেট দখল করেন। জবাবে সিপিএ হাই স্কুল ২ ওভার ব্যাট করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা ফের শুরু হলে ২০ ওভারে তাদের জন্য ৬৫ রানের টার্গেট দেয়া হয়। এতে সিপিএ হাই ৯.৩ ওভারে ৪৩ রান করার পর আবারো খেলা বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। এ সময় রাফি ৪ চারে ২২ রানে অপরাজিত ছিলেন। এরপর আর খেলা শুরু না হলে ফাইনাল পরিত্যক্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট