চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্বকাপ স্কোয়াডের পাঁচ চমকে মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহণকারী দশ দলের সবাই। প্রায় সব দলেই রয়েছে একটি-দুইটি চমক। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডেই যেমন ১৩ জনের নাম ছিল অনুমিত। চমক হিসেবে ঢুকেছেন বাকি দুইজন। তেমনি প্রায় সব দলের স্কোয়াডেই ‘সারপ্রাইজ’ প্যাকেজ হিসেবে সুযোগ পেয়েছেন কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্য থেকেই পাঁচজনকে বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যাদেরকে তারা নাম দিয়েছে ‘বিশ্বকাপের পাঁচ চমক’ হিসেবে। উল্লেখযোগ্য ব্যাপার হলো বিশ্বকাপ স্কোয়াডের এ পাঁচ চমকের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তরূণ অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল, ভারতের পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর, শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান মিলিন্দা সিরিবর্ধনে এবং আফগানিস্তানের পেসার হামিদ হাসান রয়েছেন এ তালিকায়। আইসিসির প্রতিবেদনে জানানো হয়, যতোটা সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, নিজের নামের প্রতি ঠিক ততোটা সুবিচার করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ বছর বয়সী তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৬ সালে অভিষেক হওয়া সৈকত সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গতবছরের এশিয়া কাপে। তবু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন তিনি। মূলত ব্যাটিং অর্ডারে নিচের দিকে ক্যামিও খেলার সক্ষমতা এবং ডানহাতি অফস্পিনে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দেয়ার বৈশিষ্ট্যের কারণেই নেয়া হয়েছে তাকে। এখনো পর্যন্ত ২৪ ওয়ানডে খেলে ৩১ গড়ে ৩৪১ রান করেছেন সৈকত। তবে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে ৪৮.৮০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৪৮৮ রান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট