চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুমিনুলের পর সেঞ্চুরি হাঁকালেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:২২ অপরাহ্ণ

মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় দিনে মুমিনুলের পর সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম। আগের দিন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক তৃতীয় দিনের প্রথম সেশন শুরু করেছেন।

শুরুতেই দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। অন্যপ্রান্তে মুশফিকুর রহিমও ছন্দময় ইনিংসে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। সেই পথ অথিক্রম করে অসাধারণ সেঞ্চুরি তুলে নিলেন তিনিও।

জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো তোপ দাগাচ্ছেন এ জুটি। ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। ডোনাল্ড তিরিপানোকে বাউন্ডারি মেরে এ তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

বাংলাদেশ ৯৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৪৭ রান তুলে ব্যাট করছে। লিড বেড়ে দাঁড়িয়েছে ৮২ রানে। দলীয় অধিনায়ক মুমিনুল হক ১১৯ রানে ব্যাট করছেন। তার সঙ্গে থাকা মুশফিকুর রহিম ৮৪ রানে ক্রিজে আছেন। 

দ্বিতীয় দিন বাংলাদেশ ৩ উইকেটে ২৪০ রান তুলে শেষ করে। মুমিনুল হক ৭৯ রানে অপরাজিত ছিলেন। মুশফিক করেছিলেন ৩২ রান। তারা দু’জন তৃতীয় দিনের সকালটা নিবিঘ্নেই পার করেন। এর আগে দ্বিতীয় দিনেও ভালো ব্যাটিং করে স্বাগতিকরা। তবে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলে উইকেট বিসর্জন দিয়ে ফেরেন নাজমুল শান্ত। তামিম আউট হন ৪১ রান করে। 

এর আগে ২৬৫ রানে অলআইট হন জিম্বাবুয়ে দল। দলীয় অধিনায়ক ক্রেগ আরভিন ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক হিসেবে তুলে নেন প্রথম সেঞ্চুরি। এছাড়া প্রিন্স মাসভুরে ৬৪ রানের ইনিংস খেলেন। 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট