চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইবিএল ২৯তম বিজিসিসি এমেচার গল্ফ টুর্র্নামেন্ট সম্পন্ন

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১৪ পূর্বাহ্ণ

২২ ফেব্রুয়ারী ২দিন ব্যাপী ইবিএল ২৯তম বিজিসিসি এমেচার গল্ফ টুর্নামেন্ট ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়। এটি স্পন্সর করে ”ইষ্টার্ন ব্যাংক লিমিটেড”। ২১ ফেব্রুয়ারী সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান। উপস্থিত ছিলেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট (গল্ফ) মীর্জা সালমান ইস্পাহানী, ভাইস প্রেসিডেন্ট (কান্ট্রি) মিয়া এম এ রহিম, ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, ডাইরেক্টর এম আই খসরু সহ উধর্বতন কর্মকর্তাবৃন্দ। এই টুর্ণামেন্টে মোট ১৪৭ জন দেশী বিদেশী গল্ফার অংশগ্রহন করেন। ২২ ফেব্রুয়ারী সেকেন্ড রাউন্ড খেলা শেষে রাতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (গল্ফ) মীর্জা সালমান ইস্পাহনী এবং স্পন্সরের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইষ্টার্ন ব্যাংক লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার। টুর্নামেন্টে বিজয়ীরা হলেন- উইনার-আরাফাতুল ইসলাম ফাহিম, রানার আপ-রাকিবুর রহমান টুটুল, সেকেন্ড রানার আপ-মনোয়ারুল ইসলাম, থার্ড রানার আপ-ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অব.), লেডিস উইনার- মিসেস্ ওবাইদা সাঈদ, রানার আপ-মিসেস্ আফরোজা হোসাইন, একই দিনে ৩২তম এনুয়াল ক্লাব চ্যাম্পিয়নশীপের বিজয়ী মাহমুদ হোসাইন ও রানার আপ লে. কর্ণেল মো. তৌফিকুল ইসলাম (অব.)-কে ট্রফি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট