চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সাইফ স্পোর্টিংয়ের কৃতিত্বপূর্ণ ড্র শেষ দিকে এসে কপাল পুড়লো চট্টগ্রাম আবাহনীর

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১০ পূর্বাহ্ণ

গতকাল বি-লিগে শক্তিশালী সাইফ স্পোর্টিং-র বিরুদ্ধে ৮৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরও শেষ দিকে এসে কপাল পুড়লো চট্টগ্রাম আবাহনীর। অবিশ^াস্যভাবে এ ম্যাচে জিততে পারেনি চট্টগ্রামের দলটি। সীমাহীন দৃঢ়তায় খেলার ৯০ মিনিটে ব্যবধান কমিয়ে (১-২), ইনজুরি পিরিয়ডে সমতা আনে সাইফ স্পোটিং (২-২)। খেলাটি ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রায় সমানতালে এগিয়ে চলা ম্যাচটিতে ৫৯ মিনিটে এসে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ফয়সাল আহমেদ। ঠিক তার ২মিনিট পরেই গোল পেয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ডান দিক থেকে চিনেডু ম্যাথিউয়ের আড়াআড়ি ক্রসে নিক্সন গুইয়েরা’র মাথা হয়ে বল পান দূরের পোস্টে থাকা চার্লস দিদিয়ের। তার ফিরতি পাসে প্লেসিং শটে বল জালে জড়ান নিক্সন (১-০)। ৭১ মিনিটে সমতা আনতে পারতো সাইফ। কিন্তু এ সময় ফ্রি কিক থেকে মারা এমেরি বাইসেঙ্গের নিখুত শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন আবাহনীর কিপার নাঈম। এর ৬ মিনিট পর ব্যবধান বাড়ায় আবাহনী। দিদিয়েরের বাড়ানো বলে প্রথমবার কিপারের গায়ে মেরে দিলেও ফিরতি বলে গোল করতে কোন কষ্ট হওয়া কথা নয় (২-০)।

এভাবেই খেলা শেষ হতে পারতো। কিন্তু কে জানতো এখনো অনেক কিছু বাকি রয়েছে। ৮৯ মিনিটে ফ্রি-কিকে এক সতীর্থ হেড করা বলে আবাহনীর গোলমুখে সৃষ্ট জটলায় আলতো টোকায় গোল করে সাইফকে ম্যাচে ফেরান বাইসেঙ্গে (১-২)। যোগ করা সময়ে কর্নার থেকে নিখুত হেডে দলকে সমতা ফেরান সেই বাইসেঙ্গে (২-২)। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট সাইফের। একটি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। উল্লেখ্য চট্টগ্রাম আবাহনী পরের ম্যাচে আগামী ২ মার্চ চট্টগ্রামের মাটিতে ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে খেলবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট