চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে সাইনিং স্পোর্টিং একাডেমির যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা হ বান্দরবান

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১৪ পূর্বাহ্ণ

ক্রিকেট ও এথলেটিকস খেলার উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবানে যাত্রা শুরু করলো সাইনিং স্পোর্টিং একাডেমি। শনিবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর পতœী মেহ্লা প্রু মারমা এই একাডেমির উদ্বোধন করেন। এসময় তার সাথে মহিলা কাউন্সিলর সালেহা বেগম, উজলা তঞ্চঙ্গ্যা, পৌর মেয়র ইসলাম বেবির পতœী কামরুন নেসা খানম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাইনুদ্দিন, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিনি প্রু, শিক্ষিকা সিমা দাশ, সাইনিং স্পোর্টিং ক্লাবের পরিচালক কুলসুমা বেগম প্রমুখ। কুলসুমা বেগম জানান প্রথম পর্যায়ে ক্রিকেট ও এথলেটিক্স এর উপর প্রশিক্ষণ দেওয়া হবে। চট্টগ্রামের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার জন্য খেলোয়াড়দের প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট