চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:১৫ অপরাহ্ণ

নারীদের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের নারী দলকে পাঁচ রানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। আগামী সোমবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মেয়েদের বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর আগে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের পালে বাড়তি হাওয়া লাগিয়ে নিল বাংলাদেশের মেয়েরা। 

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের শেষ দিনে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী দলগুলো। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল।

সালমা-জাহানারাদের বোলিং তোপে পাকিস্তানের কোনো ব্যাটারই কার্যত বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। তবে ওপেনিংয়ে নামা জাভেইরা খানের ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৪১ রান। তারপরও দলকে ৭৮ রানে রেখে খাদিজার বলে ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেন তিনি। এছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু আলিয়া রিয়াজ ও নিদা।

বল হাতে ৩.৪ ওভারে ২২ রান খরচে ৪ উইকেট তুলে নিয়েছেন জাহানারা। ৩ উইকেট নিতে ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করেছেন খাদিজা। ২ উইকেট গেছে সালমা খাতুনের দখলে। বাকি উইকেট গেছে পান্নার দখলে।

আগে ব্যাট করে বাংলাদেশ দল ৮ উইকেট হারিয়ে করেছিল ১১১ রান। জবাবে ১০৬ রান করতেই সব কয়টি উইকেট হারিয়েছে পাকিস্তান।

শুক্রবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের চার প্রতিপক্ষ—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সোমবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট