চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আজ বি-লিগে চট্টগ্রাম আবাহনী-ঢাকা আরামবাগ ম্যাচ

নেই প্রচারণা, মাঠের অবস্থাও বেশ করুণ

দেবাশীষ বড়–য়া দেবু

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩৮ পূর্বাহ্ণ

ফুটবলের ভাগ্যটাই আসলে খুব খারাপ। বিভিন্ন কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে ফুটবলের। অবিশ^াস্য হলেও সত্য যে, আজ মঙ্গলবার যে, এম এ আজিজ স্টেডিয়ামে দেশীয় ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার (বি-লিগ) লিগের ফুটবল খেলা রয়েছে তা অনেকেরই জানা নাই। আরো খারাপ লাগার কথা একারণেই যে, আজকের ম্যাচে অংশ নেয়া একটি দল চট্টগ্রামেরই দল আবাহনী লিমিটেড। গতকাল বিকেলে চট্টগ্রাম আবাহনী যখন মাঠে অনুশীলন করার জন্য এলো তখনো কয়েকজনে জিজ্ঞেস করলো, ওরা কেন এলো। তখনো স্টেডিয়ামের ভেতরে অনুশীলন করছিলো চট্টগ্রাম আবাহনীর প্রতিদ্বন্দ্বী ঢাকার আরামবাগ ক্রীড়া সংঘ। খেলাটি আজ সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। হায়রে ফুটবল, তোর জন্য বড়ই মায়া হয়। এতো বড় একটা ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথচ কারো কোন নড়াচড়া বা আগ্রহ নাই। নেই কোন প্রচারণা, নেই কোন ব্যানার ফেস্টুন। স্থানীয় দৈনিকেও এর কোন খবর নাই।

এ জন্য দায়ী কে ? অথচ এ ম্যাচের আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে জানা গেছে, এতে জেলা ক্রীড়া সংস্থা বা জেলা ফুটবল এসোসিয়েশনের কোন সম্পৃক্ততা নাই। সবকিছু চট্টগ্রাম আবাহনীর উপর। ২/৩ বছর আগেও স্থানীয় সংগঠকরা এর দেখভাল করতেন। কিন্তু কয়েকবছর ধরে চট্টগ্রাম আবাহনীই সব করে আসছে। চট্টগ্রামের সংগঠকরা এতে কেবলই দর্শক। হতে পারে সে কারণেই এমনটা হয়েছে। চট্টগ্রাম আবাহনী অনুশীলনের সুবিধার্তে ঢাকাতেই অবস্থান করে। ম্যাচের দু-দিন আগে চট্টগ্রামে এসে অতো কিছু করা সম্ভব নয়। এ জন্য অনেকেই মনে করছেন স্থানীয় সংগঠকদের এতে কাজে লাগানো উচিত ছিল।তার উপর মাঠের যা অবস্থা। তাতে গতকাল অনুশীলন করা দু-দলই অসন্তুষ্ঠ। মাঠের ঠিক মাঝখানে ক্রিকেট পীচ নিয়েই যত আপত্তি। ঘাসের লেশ মাত্র নাই। বেশ শক্ত মাঠ, আছড়ে পড়লেই কি হবে বলা মুশকিল। এ ব্যাপারে চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার সাবেক জাতীয় ফুটবলার আরমান আজিজ বলেছেন, ফুটবল খেলার মাঠে ক্রিকেট পীচ কখনোই শোভনীয় নয়। আমরা এর জন্য মোটেও প্রস্তত ছিলাম না। এখন এসেই যখন পড়েছি আপাতত করার কিছু নাই। তবে, আজ যদি খেলায় এর কোন প্রভাব পড়ে, এ ভেন্যু নিয়ে আমাদের ভাবতে হবে। আজকের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ফেভারিট হিসেবেই মাঠে নামবে। শক্তির বিচারে তুলনামুলকভাবে অনেক অনেক এগিয়ে চট্টগ্রাম আবাহনী নিজেদের মাঠে জয়ের প্রত্যয়েই মাঠে নামবে। ৫ বিদেশি নিয়ে বেশ শক্তিশালী চট্টগ্রাম আবাহনী নিজস্ব প্রথম ম্যাচে ঢাকার অন্যতম সেরা দল শেখ জামালকে ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। দলে রয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিক্সন। রয়েছেন উজবেক ডিফেন্ডার শুক্কুর আলী ও ডিফেন্ডার ইকবাল। আইভরি কোস্টের মিডফিল্ডার দিদিয়ে এবং নাইজেরিয়ার স্ট্রাইকার ম্যাথু দলের বাড়তি প্রানশক্তি। আরামবাগ দলেও রয়েছে ৪ বিদেশি। এদের মধ্যে ৩ নাইজেরিয়ান হলেন স্ট্রাইকার এলিটা কিংসলে এলিটা জুনিয়র ও মাইকেল। অপর জন হলের সালাহ’র সাথে মিশর অনূর্ধ্ব-১৯ দলে খেলা মোস্তাক। আগের ম্যাচে আরামবাগ বেশ ভালো খেলে ঢাকা মোহামেডানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিলো। তবে আজ দেখার বিষয় হলো, স্বাগতিক এবং শক্তিশালী দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে কতোটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারে ঢাকার আরামবাগ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট