চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অভিনন্দনে সিক্ত যুবারা

স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৫ পূর্বাহ্ণ

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বাংলাদেশ যুব দল ভাসছে অভিনন্দনের জোয়ারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিম, তামিম ইকবালদের পাশাপাশি আকবর আলির দলকে অভিনন্দন জানিয়েছেন টম মুডি, ইয়ান বিশপ, ইরফান পাঠান, মোহাম্মাদ কাইফসহ আরও অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ জাতীয় দলের কিপার-ব্যাটসম্যান মুশফিক তার টুইটার পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব গর্ব বোধ করছি। আমাদের অধিনায়ক আকবর আলী ও তার দলকে অনেক অভিনন্দন।’ জাতীয় দলের ওপেনার তামিম টুইটারে লিখেছেন, ‘২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয়ের গভীর থেকে জানাই অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।’ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি তার টুইট বার্তায় বলেন, ‘জয়টা বাংলাদেশেরই প্রাপ্য।’

শিরোপা লড়াইয়ে বাংলাদেশই জয়ের যোগ্য ছিল বলে মনে করেন ভারতের ক্রিকেট পন্ডিত হার্শা ভোগলেও। ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় মুহূর্ত। ম্যাচের হিসেবে, এই জয় তাদের প্রাপ্য।’ পাকিস্তানের ক্রিকেট উপস্থাপক ও দেশটির নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মির টুইট করেন,বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে কঠিন একটা বার্তা দিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন, বাংলাদেশ।’

বিশ্বকাপ জয়ী তরুণ তুর্কীরা কাল ফিরছে : দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত রোববার ভারতীয় যুব দলকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলির দল। ফাইনাল ম্যাচ রবিবার হয়ে গেলেও, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরার জন্য আগামীকাল বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগার যুবাদের। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ শিরোপাটি সঙ্গে করে আজ রাতে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে যুবারা। প্রায় ১২ ঘণ্টার যাত্রা শেষে পরদিন সকালে দেশের মাটিতে পা রাখবেন আকবর আলি, তানজিম সাকিবরা। গতকাল সকালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম থেকে এ তথ্য জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। বিসিবি পরিচালকদের মধ্যে একমাত্র খালেদ মাহমুদ সুজনই দক্ষিণ আফ্রিকায় ছিলেন যুব দলের সঙ্গে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট