চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ভারতীয় কানেরিয়া

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৯ পূর্বাহ্ণ

স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হওয়া দানিশ কানেরিয়া কিছুদিন আগে ব্যাংককে একটি টুর্নামেন্টে অংশ নেন। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ সাবেক এই লেগ স্পিনার টুর্নামেন্টে ভারতের একটি দলের হয়ে খেলেছেন! ভারতের দলটিকে আয়োজকেরা অনুরোধ করেছিলেন, কানেরিয়াকে যেন না খেলানো হয়। কিন্তু দলটি তা কানে তোলেনি। একই অনুরোধ জানিয়েছিল পাকিস্তানি দলগুলো। পুরো টুর্নামেন্টেই কানেরিয়াকে খেলিয়েছে তারা। এই ঘটনা নিয়ে মিডিয়ায় এখন তোলপাড় চলছে। ‘রয়্যাল ব্যাংকক স্পোর্টস ক্লাব ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট’ নামের ওই প্রতিযোগিতায় কিছু আন্তর্জাতিক ক্রিকেটারও খেলেছেন। টুর্নামেন্টে তার খেলা মেনে নিতে পারেনি পাকিস্তানের দলগুলো। কারণ বিশ্বের যেকোনো প্রান্তে আইসিসি অনুমোদিত যেকোনো টুর্নামেন্ট থেকেই আজীবন নিষিদ্ধ কানেরিয়া। আয়োজকদের তারা জানিয়েছিল, কানেরিয়ার অংশগ্রহণের ফলে আইসিসির সঙ্গে দ্বন্দের সৃষ্টি হতে পারে। এমনকি পাকিস্তানের দুটি দল টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট