চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেসির সতীর্থ এখন বসুন্ধরা কিংসে

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৯ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো এএফসি কাপে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। লেবাননের জাতীয় দলের স্ট্রাইকার জালাল কদুর বিদায়ের পর একজন স্ট্রাইকারের সন্ধানে ছিল বসুন্ধরা কিংস। এশিয়ার ক্লাব পর্যায়ের শীর্ষ এ টুর্নামেন্টকে সামনে রেখে আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোসকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। মঙ্গলবার ঢাকায় পৌছানোর কথা বার্কোসের। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাকে আমাদের মনে ধরেছে। এএফসি কাপ সামনে রেখে তাকে দলে নেয়া হচ্ছে। আমরা অভিজ্ঞ একজন স্ট্রাইকার খুঁজছিলাম। হার্নানের সে অভিজ্ঞতা আছে। হার্নান বার্কোস ২০২ সালে ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পায়। পেরু ও প্যারাগুয়ে ম্যাচের জন্য ডাক পেলেও ম্যাচে নামতে পারেননি। পরে ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকো দিয়ে আকাশি নীল জার্সিতে অভিষেক হয় হার্নানের। ওই বছরের অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও চিলির সঙ্গে দুটি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। সব মিলিয়ে আর্জেন্টিনার হয়ে চার ম্যাচ খেলেছেন হার্নান বার্কোস। ১৬ বছর ক্লাব ক্যারিয়ারে ব্রাজিলসহ বিভিন্ন দেশের সর্বোচ্চ লিগে খেলেছেন হার্নান। ইকুয়েডরের সর্বোচ্চ লিগে কুইটো হয়ে ৬৪ ম্যাচে ৩৮ গোল করে আলেসান্দ্রো সাবেলার নজর কেড়েছিলেন হার্নান। এছাড়া ব্রাজিলের সর্বোচ্চ লিগেও মাতিয়েছেন তিনি। পালমেরাস আর গ্রেমিওর হয়ে অনেক গোল করেছেন তিনি। সবশেষ খেলেছেন কলম্বিয়ান সর্বোচ্চ পেশাদার লিগে এথলেটাকো ন্যাশনালের হয়ে। ৪২ ম্যাচে ১৪ গোল করেছেন ক্লাবের হয়ে। ফিনিশিং দক্ষতা তার নজর কাড়ার মতো। মার্চ থেকে এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলবেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। অবশ্য কিংসে আর্জেন্টিনার আরেক সতীর্থকে পাচ্ছেন হার্নান।
দলে খেলছেন আর্জেন্টাইন ফুটবলার দেলমন্তে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসরা সরাসরি খেলবে এএফসি কাপের গ্রুপ পর্বে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট