চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট আবাসিক ক্যাম্প সম্পন্ন

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৩৬ পূর্বাহ্ণ

ধারাবাহিকভাবেই সাফল্য পাচ্ছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। সম্প্রতি বিশ^ ক্রিকেটের পরাশক্তি দেশ নিউজিল্যা- সফরে গিয়ে বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল নিউজিল্যা-কে ৫ ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করার অনন্য গৌরব অর্জন করেছে। জাতীয় দলের অধিনায়কসহ ৫ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চট্টগ্রাম অঞ্চলের।

যদি সকল সুযোগ সুবিধা প্রদান করে সঠিকভাবে ব্লাইন্ড ক্রিকেটারদের পৃষ্টপোষকতা করা যায় তবে সেই দিন খুব দূরে নয় বিশ^ ক্রিকেটে এই ব্লাইন্ড ক্রিকেটারাই বাংলাদেশের সম্মানকে মাথা উচু করে দাঁড়াতে ভূমিকা রাখবে। গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মাঠে চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে পুরনো খেলোয়াড় ও নতুন প্রতীভা বাছাই’র লক্ষ্যে ২দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ¦ দিদারুল আলম চৌধুরী এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ শাহাবুদ্দিন শামীম, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, চট্টগ্রাম জেলা ক্রিকেট দলের কোচ তারেক। চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলেমান, জাতীয় ব্লাই- দলের অধিনায়ক তানজিলুর রহমান, আরিফ উল্যাহ, আরাফাত ইসলাম ফয়সাল, সুরত আলম, মোহাম্মদ সালমান প্রমুখ। আগামী সপ্তাহে আরো বৃহৎ পরিসরে ৭ দিন ব্যাপি আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট