চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুজিব ১০০ কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের ফাইনালে ব্রাইট ও বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব

৩০ জানুয়ারি, ২০২০ | ১:৫১ পূর্বাহ্ণ

কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাইট ক্রিকেট একাডেমি ও বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব। গতকাল অনুষ্ঠিত ২টি সেমিফাইনালে ব্রাইট ক্রিকেট একাডেমি ৭ উইকেটে ব্রাদার্স ক্রিকেট একাডেমিকে ও বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব ৯ উইকেটে এ জে ক্রিকেট একাডেমিকে হারিয়েছে। ১ম সেমিফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে ব্রাদার্স ক্রিকেট একাডেমি। জবাবে ১০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ব্রাইট ক্রিকেট একাডেমি জয়ের বন্দরে (১৫২) পৌঁছে যায়। বিজয়ী দলের সাকিব ৪ ওভার বল করে ১২ ও রানে ৩ উইকেট এবং ২৫ বলে ৫৬ রান করে অল-রাউন্ড নৈপূণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন সিজেকেএস সহ-সভাপতি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ¦ দিদারুল আলম চৌধুরী।

দিনের ২য় সেমিফাইনালে এ জে ক্রিকেট একাডেমি টসে হেরে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব ১১ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১৩৯) করে। বিজয়ী দলের তানভীর ৪০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন সানোয়ারা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিজেকেএসএর কাউন্সিলর ও কোয়ালিটি স্পোর্টস’র পৃষ্টপোষক জাহেদুল ইসলাম। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট