চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কোবি ব্রায়ান্ট স্মরণে মেসি রোনালদো নেইমার

ক্রিকেট বিশ্বেও শোকের ছায়া

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২০ | ৪:৪০ পূর্বাহ্ণ

ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে মারা গেছেন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। লস এঞ্জেলেস লেকারসের সাবেক এ তারকার ব্যক্তিগত হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে গত রোববার সকালে (স্থানীয় সময়) বিধ্বস্ত হয়। কোবি ব্রায়ান্টের সঙ্গে তার ১৩ বছর বয়সী মেয়ে গায়ানা মারিয়াও মারা গেছেন। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়াঙ্গনজুড়ে। পিএসজি তারকা নেইমার লিলের বিপক্ষে করা জোড়া গোল ম্যাচ শেষে উৎসর্গ করেছেন সদ্য প্রয়াত এই কিংবদন্তিকে। লিলের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোলটি করে এক হাতের দুই আঙুল এবং অপর হাতের চারটি আঙুল উঁচিয়ে কোবির জার্সি নম্বরকে (২৪) ইঙ্গিত করেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। শোক প্রকাশ করেছেন মেসি-রোনালদোও। নিজেদের ব্যক্তিগত টুইটার থেকে টুইট করেছেন কোবি ব্রায়ান্টের অকাল প্রয়াণে। শোকে মুহ্যমান মেসি ব্যক্তিগত টুইটারে লেখেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোবির পরিবার এবং বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা থাকবে। তোমার সঙ্গে দেখা হওয়া এবং সময় কাটানো আমার কাছে অনেক বেশি কিছু ছিলো।

পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে তুমি ছিলে অন্যতম।’ এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো কোবিকে স্বপ্নের নায়ক উল্লেখ করে বলেন, ‘কোবি এবং তার মেয়ে জিয়ান্নার মৃত্যুর সংবাদ শুনে বড়ই ব্যথিত হয়েছি। কোবি একজন সত্যিকারের কিংবদন্তি এবং অনেকের কাছে প্রেরণার উৎস ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা এবং এই দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি ভালোবাসা থাকবে। ভালো থাকবেন কিংবদন্তি!’

এদিকে ক্রিকেট বিশ্বের তারকারা কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোক জানিয়েছে। অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন টুইট করে বলেন, ‘সবার মত, আমিও কোবি ব্রায়ান্ট এবং তার ১৩ বছর বয়সী মেয়ের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ, শোকার্ত এবং হতবাক হয়ে পড়েছি।’ বিরাট কোহলি কোবি ব্রায়ান্টের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘এই সংবাদটা শোনার পর নিজেকে পুরোপুরি বিধ্বস্ত মনে হচ্ছে। তাদের আত্মা শান্তি পাক। তার পরিবারের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা আমাদের।’ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কাগিসো রাবাদা টুইটারে লেখেন, ‘খুব দ্রুতই চলে গেলে। তবে তোমার অর্জন বেঁচে থাকবে অনন্তকাল।।’ ইনস্টাগ্রামে কোবি ব্রায়ান্টের একটা ছবি দিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে লিখেন, ‘আরআপি @কোবিব্রায়ান্ট এবং তোমার প্রিয় কন্যা জিয়ান্না। সারাজীবনই কোর্টে তোমার খেলাকে মনে পড়বে। তার পরিবারের প্রতি সমবেদনা।’ ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস লিখেন, ‘ক্রীড়া বিশ্বে একজন সত্যিকারের কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। অপরপারে শান্তিতে থাকো প্রিয় কোবি এবং তার কন্যা।’
ভারতের যুবরাজ সিং লিখেছেন, ‘কোবি ব্রায়ান্ট মৃত্যুবরণ করেছে, এটা শোনার পরই বিশাল এক ধাক্কা খেয়েছি। শোকবার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসানও। নিজের ফেসবুক পেজে ব্রায়ান্টের ছবি আপলোড করে সাকিব লিখেছেন, ‘যতই প্রতিভা থাকুক না কেনো, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচন্ড শোকাহত।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট