চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লোগোতে আপত্তি

২৬ জানুয়ারি, ২০২০ | ৪:০০ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডের জনপ্রিয় রাগবি তারকা সনি বিন উইলিয়ামস ধর্মীয় বিশ্বাসে একজন মুসলিম। আর তাই ধর্মীয় বিশ্বাসের কারণে জার্সিতে জুয়া সংস্থার লোগো পরতে অস্বীকৃতি জানিয়েছেন এই খেলোয়াড়। তার দল টরন্টো ওলফপ্যাকের চেয়ারম্যান বব হান্টার এমনটাই জানিয়েছেন। ২০১৭ সাল থেকে ক্লাব রাগবি সুপার লিগের স্পন্সর ‘বেটফ্রেড’ নামে একটি জুয়া সংস্থা। ‘আমরা এটা নিয়ে সুপার লিগের সঙ্গে আলোচনায় বসবো। কিন্তু সনি এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছে।’ এ নিয়ে হান্টার এমনটাই বলেন। হান্টার মনে করেন, সনির এই সিদ্ধান্তে বেটফ্রেডও লাভবান হতে পারে বলে মনে করেন । ‘আমার ধারণা, একজন খেলোয়াড়ের ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানানোর অবস্থান নিয়ে বেটফ্রেড লাভবান হবে। এখনকার সমাজে কিছু স্পর্শকাতর ইস্যু আছে, কিন্তু স্পন্সররা বলতে পারে ‘ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি। সে (সনি) বড় নাম আর বড় ব্র্যান্ড, কিন্তু আমরা এটা মেনে নিচ্ছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট