চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মৃত্যু দরজায় কড়া নাড়ছে

খায়রুল আলম সুজন

১২ জুন, ২০২০ | ৪:১৬ অপরাহ্ণ

Knocking on Heaven’s Door -Bob Dylan এর কন্ঠে গাওয়া বিখ্যাত গান যার অর্থ “ মৃত্যু দরজায় কড়া নাড়ছে”। সমগ্র পৃথিবীর মানুষ আজ Bob Dylan গানের অর্থ মর্মে মর্মে অনুভব করছে। যাদের এক সময় সামান্য সর্দি ,কাশি ,জ্বর হলে বিদেশ চলে যেতেন চিকিৎসা করার জন্য, যাদের দেশের ডাক্তারদের উপর কোন আস্থা ছিলো না, সেই অর্থ বিত্তশালীদের এখন দেশের চিকিৎসক ছাড়া কোন উপায় নাই। যতই অর্থ থাকুক না কেন উপায়হীন হয়ে দেশেই থাকতে হবে। আমাদের চিকিৎসক বা হাসপাতালে সুযোগ সুবিধা হয়তো কম,বিশ্বের অন্য দেশগুলোর তুলনায়। বিপদে কিন্তু দেশই জনগনের পাশে আছে। বিপদ থেকে উদ্ধার হওয়ার আরেকটি উপায় আছে- সেই উপায় হলো “দান”। হ্যা ‘দান’ মানুষকে সঙ্কট,বালা মুসিবত,বিপদ থেকে রক্ষা করে। পবিত্র কোরআন সহ সকল ধর্মীয় গ্রন্থে ‘দানের’ উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সৃষ্টিকর্তা। তাই আসুন আমরা এই সুযোগ কাজে লাগিয়ে বেশি বেশি দান করি। সেই সাথে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

আরেকটি অনুরোধ “ যে সকল ব্যক্তি “শত থেকে হাজার হাজার কোটি টাকা” দেশ থেকে বিদেশে পাচার করেছেন আরাম আয়েশে দিন কাটাবার জন্য, হাজার কোটি টাকা থাকলে ও মানুষ কত অসহায় করোনাভাইরাস তাদের জন্য একটি শিক্ষা। তাই বলি অনুতপ্ত হোন,দেশের টাকা দেশে ফিরিয়ে আনুন। যেমনটা করেছেন ভারতের “বিজয় মাল্য”। নয় হাজার কোটি রুপি হাতিয়ে নিয়ে পাড়ি জমিয়ে ছিলো ইংল্যান্ডে সুখের আশায় ‘কিংফিশার’ কোম্পানির এই কর্ণধার। করোনা ভাইরাসে আক্রান্ত ভারতের অর্থনীতির কথা চিন্তা করে সমস্ত টাকা ফেরত দেবার প্রস্তাব দিয়েছে এই অনুতপ্ত “বিজয় মাল্য “ তার দেশের অর্থ মন্ত্রীর কাছে। বিপদের দিনে দেশই আপনার পাশে থাকবে। যেমনটা থেকেছে প্রবাসীদের বেলায়। সবাই ভালো থাকেন। লকডাউন মেনে ঘরে থাকুন।

 

লেখকঃ পরিচালক, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসেসিয়েশন (বাফা)।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট