চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সীতাকু- প্রেসক্লাবের ফ্যামিলি নাইট মারমা রাগে অনুরাগী দর্শক

সৌমিত্র চক্রবর্তী হ সীতাকু-

১৯ জানুয়ারি, ২০২০ | ৪:০১ পূর্বাহ্ণ

হাতে আলোক বাতি ও তালপাখা নিয়ে মারমা তরুণীদের অসাধারণ নৃত্যে হল ভর্তি দর্শক তখন বিমুগ্ধ, সেই রেশ কাটার আগেই নয়ন চক্রবর্তীর কন্ঠে ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ দিপঙ্কর চক্রবর্তী দীপ্ত, অনন্যা বড়–য়ার অসাধারণ গানের সুর এবং সবশেষে শান্তা ও নয়নের যৌথ কন্ঠে চট্টগ্রামের আঞ্চলিক ‘মধু কই কই আঁরে বিষ খাওয়াইলা’ গানটির মধ্য দিয়ে যখন সীতাকু- প্রেসক্লাবের ফ্যামিলি নাইটের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় তখনো

ঘোর কাটেনি কক্সবাজারের অস্টার ইকো হোটেলের মিলনায়তনে বসে থাকা দেড় শতাধিক দর্শকের। এ যেন শেষ হয়েও হলো না শেষ ! গত ১০ জানুয়ারি রাতে প্রেসক্লাবের সাংবাদিক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিল্পপতি,

ব্যবসায়ীদের পরিবার নিয়ে আয়োজন করা হয়েছিল মনোমুগ্ধকর অনুষ্ঠান। প্রথমপর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয়পর্বে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান, আলোচনা সভা ও র‌্যাফেল ড্র’তে ছিল প্রাণের উচ্ছ্বাস ! সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, কক্সবাজার টুরিস্ট পুলিশ সুপার ফজলে রাব্বি, শিল্পপতি মাস্টার আবুল কাশেম, সীতাকু- ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান, সীতাকু- মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ইপসার পরিচালক মঞ্জুর মোরশেদ চৌধুরী, বাদশা সিএনজি ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, সীতাকু- প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু, এম হেদায়েত ও এম সেকান্দর হোসাইনকে শুভেচ্ছা স্মারক প্রদান করার পর তারা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। এছাড়া সংগীতশিল্পী দীপ্ত চক্রবর্তী, নয়ন চক্রবর্তী, শান্তা দাশ, অনন্যা বড়–য়াকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানের সর্বশেষের আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী হয়ে ফ্রিজ জিতে নেন সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলসিডি টিভি বিজয়ী হন শুকতারা রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ কপিল, তৃতীয় পুরস্কার এয়ার কুলার জিতে নেন হাকিম মোল্লা। এছাড়া আরো ১৮টি পুরস্কার জিতে নেন অতিথি ও সাংবাদিক পরিবারের সদস্যরা। ২য় দিন ১১ জানুয়ারি সাংবাদিকদের সাথে ইপসা কক্সবাজার কার্যালয়ে কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দু’দিনব্যাপী ফ্যামিলি নাইট ও বনভোজনের সমাপ্ত হলেও দুদিনের ওই সুন্দর আয়োজন এখনো সীতাকু-বাসীর মুখে মুখে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট