চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আহ্! কী মজা…

১৯ জানুয়ারি, ২০২০ | ৪:০১ পূর্বাহ্ণ

খেজুরের রস পানের আগ্রহ অনেকেরই জাগে শীতকালে। প্রতি লিটার ৫০ টাকা দরে বিক্রি হয় রামগড়ের বাজারে। গাছিরা সন্ধ্যায় গাছ কেটে হাঁড়ি বসিয়ে রাতভর রস সংগ্রহ করে। সকালে হাঁড়ি নিয়ে যাওয়ার পরও ফোঁটায় ফোঁটায় অবিরত ঝরতে থাকে প্রায় দুপুর পর্যন্ত। দুরন্ত এক কিশোরকে রামগড় উপজেলা পরিষদের লেকের ধারে গাছির কাটা খেজুর গাছ থেকে সরাসরি রস পান করতে দেখে ছবিটি সম্প্রতি ক্যামেরাবন্দি করেছেন পূর্বকোণ প্রতিনিধি
নিজাম উদ্দিন লাভলু

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট