চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মাকে নিয়ে সেরা কয়েকটি উক্তি

আশরাফী খানম

৮ মে, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

১. আব্রাহাম লিংকন: যার মা আছে, সে কখনই গরীব নয়।
২. জর্জ ওয়াশিংটন: আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।
৩. জোয়ান হেরিস: সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর, মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।
৪. এলেন ডে জেনেরিস: আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।
৫. সোফিয়া লরেন: কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।
৬. মিশেল ওবামা: আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।
৭. নোরা এফ্রন: মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।
৮. নেপোলিয়ন বোনাপার্ট: তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
৯. দিয়াগো ম্যারাডোনা: আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।
১০. হুমায়ূন আহমেদ: মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।

বিভিন্ন ভাষায় ‘মা’ ডাক

আমরা যেমন মা কে মা বলে অথবা আম্মা বলে ডাকি, পৃথিবীর সবদেশের মানুষেরা কিন্তু একই ভাবে মা কে ডাকে না। তবে প্রত্যেকটি দেশেই মাকে ডাকার মধ্যে কয়েকটি অক্ষর কিন্তু রয়েছেই। সেগুলো হলো মা/মে/মো অথবা নে/না/নো। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় মাকে কিভাবে ডাকে তা নিচে দেয়া হলোঃ
ইংরেজীতে- মাদার, মম, মামা অথবা মাম্মি
¯প্যানিস- মামা, মামি বা মাদরে।
গ্রীক- মানা
ল্যাটিন- মাতের
জার্মান- মাতার
ফরাসি- মেরে বা মামান
জাপানে- ওকাসান বা হাহা
আলবেনিয়া- নেনে বা মেমে
বেলারুশ- মাতকা,
বসনিয়ায় – মাজকা
ক্রোয়েশিয়ায়- মাতি বা মাজকা
ব্রাজিলে- মাএ
চেচনিয়ার- নানা
ডেনমার্কে- মোর
হল্যান্ডে- মোয়েদের বা মোয়ের
আফ্রিকায়- মা বা মোয়েদের
রাশিয়ায়- মাত
হিব্রু- এমা
ভারতে- মাতা, মা বা আম্মা
পাকিস্থান- আম্মি বা আম্মা
কোরিয়ায়- আম্মা
আরবি ভাষায়-আম্মি বা উম্মি
ভিয়েতনামে- ‘মা’ বা ‘মে’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট