চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ডিটি রোডে জনদুর্ভোগ

জাহিদ তানছির

৫ জুলাই, ২০২০ | ৯:১৭ অপরাহ্ণ

নগরীর এক সময়ের ঐতিহ্যবাহী প্রধান সড়ক কদমতলী থেকে অলংকার , পুরাতন ঢাকা ট্রাঙ্ক রোড (ডিটি রোড) হিসেবে পরিচিত। সড়কটির আশেপাশে সরকারী-বেসরকারী অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও রয়েছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এছাড়াও  জনবসতিপূর্ণ আবাসিক এলাকা ও গণপরিবহনে আনুমানিক লক্ষাধিক মানুষ এই পথে বিভিন্ন প্রয়োজনে রাতদিন চলাচল করে। এরকম গুরুত্বর্পূর্ণ হওয়ার পরও এই রাস্তার দিকে খেয়াল নেই কর্তৃপক্ষের। সংস্কারের অভাবে ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়ে গুরুত্বপূর্ণ এ সড়কটি জনদুর্ভোগের কারণে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তাটিতে সৃষ্ট হওয়া গর্তগুলো ডোবায় পরিণত হয়। এছাড়াও বড় বড় খানা-খন্দে জমে থাকা কাদা ও পানির কারণে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। যানবাহন তো দূরের কথা পথচারিদের পায়ে হেঁটে চলাচল করাও মুশকিল হয়ে পড়ে । প্রায় চার-পাঁচ কিলোমিটারের গুরুত্বর্পূণ এ সড়কটির অধিকাংশ ভাঙা ও বিধ্বস্ত।

অন্যদিকে পোর্ট কানেকটিং রোডের অবস্থাও করুন। সড়কটি বছরের পর বছর সংস্কার কার্যক্রম চলছে অত্যন্ত ধীরগতিতে। নিদারুন কষ্টভোগ করে চলাচল করছে তৎসংলগ্ন এলাকার বাসিন্দাগণ। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 

 

পূর্বকোণ / আরআর- জাহিদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট