চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্বর্ণের বারসহ আটক ‘চোরাকারবারি’

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২০ | ৮:১০ অপরাহ্ণ

সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকায় পাঁচটি স্বর্ণের বারসহ এক ‘চোরাকারবারি’কে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তের শশ্মানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. কবিরুল ইসলাম (৫০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মরহুম ফজলুল হকের ছেলে।

সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তের শশ্মানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় কবিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

মহিউদ্দিন খন্দকার জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫০ ভরি। বাজার মূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট