চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ঘুষের’ টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারি, ২০২০ | ৯:১৩ অপরাহ্ণ

রাজশাহীর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার অফিস ও বাসা থেকে অভিযান চালিয়ে প্রায় পৌনে ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, তাজুল ইসলামের অফিস ও বাসায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। দুদক উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমানের অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

দুদক সূত্র জানায়, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম জব্দকৃত টাকার সঠিক কোনো উৎস জানাতে পারেননি। বিভিন্ন প্রকল্প থেকে নেয়া ঘুষের টাকা তাঁর বাসায় রাখা হয়েছিল ধারণা করা হচ্ছে।

দুদক আরো জানায়, অভিযান চলমান রয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট