চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাল থেকে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

অনলাইন ডেস্ক

৯ জানুয়ারি, ২০২০ | ৫:৪৫ অপরাহ্ণ

কাল ১০ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউনও শুরু হচ্ছে শুক্রবার (১০ জানুয়ারি)।

সারাদেশে এই কাউন্টডাউন একযোগে শুরু হবে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এরপর প্রতিটি জেলা ও উপজেলায় একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে।

সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি পয়েন্টে, বিভাগীয় শহর, ৫৩ জেলা ও দুই উপজেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হবে।

২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট