চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইসি’র দুই কর্মচারী গ্রেপ্তার

দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০১৯ | ৪:২১ পূর্বাহ্ণ

অর্থ আত্মসাতের অভিযোগে নির্বাচন কমিশনের এক দালালসহ ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আট জনের মধ্যে দুইজনকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের স্থায়ী অফিস সহকারী ঋষিকেশ দাশ ও বান্দরবান সদর উপজেলার ডাটা এন্ট্রি অপারেটর নিরুপম কান্তি নাথ। গ্রেপ্তারের পর তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
গতকাল বুধবার সকালে দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি আসকারিয়া পাড়ার মো. আবদুল মোনাফের পুত্র ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদীন (৩৪), একই অফিসে কর্মরত জয়নাল আবেদীনের স্ত্রী অফিস সহায়ক আনিছুন নাহার (২৯), বাকলিয়া থানা এলাকার সৈয়দ শাহ রোডের নাজির শাহ কলোনির আজিম উদ্দিনের পুত্র মো. জাফর (৩৩), আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামের সুধা রঞ্জন দে’র পুত্র সত্য সুন্দর দে (৪১), পটিয়া উপজেলার ভাটিখাইন লালু সওদাগরের বাড়ির মো. রুবেলের স্ত্রী সীমা দাশ প্রকাশ সুমাইয়া জাহান (৩২), কোতোয়ালী থানার ৩৩ নম্বর মাছুয়া ঝর্ণা লেইনের হারাধন দাশের পুত্র বিজয় দাশ (২৮), অস্থায়ী অফিস সহকারী ঋষিকেশ দাশ (৪১), বান্দরবান জেলার বান্দরবান বাজার এলাকার জগমোহন কান্তি নাথের পুত্র বান্দরবান সদর উপজেলার ডাটা এন্ট্রি অপারেটর নিরুপম কান্তি নাথ (২৯)। আসামিদের মধ্যে জয়নাল আবেদীন, মো. জাফর, সত্য সুন্দর দে ও সীমা দাশ প্রকাশ সুমাইয়া জাহান কারাগারে রয়েছে। বাকি দুই আসামি পলাতক রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট