চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেঘনার মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

৭ ডিসেম্বর, ২০১৯ | ১২:১৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মধ্যবর্তী চর কিশোরগঞ্জের কাছে ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম হুমায়ূন বন্দুকছি (৩৫)। বাবার নাম আব্দুল হাই বন্দুকছি, বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে।

তবে সংঘর্ষের পর লঞ্চ দুটির বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। দুটি লঞ্চই নিজ নিজ গন্তব্যে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম।

এই কর্মকর্তা জানান, ‘ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ বোগদাদিয়া-১৩ এর সঙ্গে শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিকচাঁদ-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। মুখোমুখি সংঘর্ষের কারণে দুই লঞ্চ থেকে ছিটকে পড়ে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হচ্ছিল, তবে সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।’

তিনি জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। পাশাপাশি নৌ পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট