চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গোপালগঞ্জে কাভার্ডভ্যান-ইঞ্জিন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০১৯ | ১২:১৭ অপরাহ্ণ

গোপালগঞ্জের সদর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে একটি ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘের্ষ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা টায়ার জ্বালিয়ে সড়কটি আধাঘন্টা অবরোধ করে রাখে।

নিহতরা হলেন- ভ্যান চালক কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের প্রয়াত আয়েন উদ্দিন সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৬০) ও ভ্যানযাত্রী  গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া  গ্রামের মোতালেব সরদারের ছেলে রাজমিন্ত্রী মঞ্জুর সরদার (৩৮) ।

দুর্ঘটনায় ভ্যানযাত্রী মঞ্জুর সরদারের ছেলে হৃদয় সরদার (১৫) আহত হয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কাশিয়ানীগামী প্রাণ গ্রুপের একটি কভার্ডভ্যান ডুমদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মঞ্জুর সরদার নিহত হন। হাসপাতালের নেওয়ার পর ভ্যানচালক আব্দুল মান্নান মারা যান।

তিনি জানান, ঘাতক কভার্ডভ্যানটি বিজয়পাশা থেকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাইফুল।

দুর্ঘটনার পর সড়ক অবরোধ করা হলে সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট