চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০১৯ | ১১:০৮ পূর্বাহ্ণ

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের  নাম নাদিম বাহাদুর (৩৮)।

র‌্যাবের দাবি, নিহত নাদিম বাহাদুর তালিকাভুক্ত মাদকবিক্রেতা। তিনি মাদকসহ ৯ মামলার আসামি ছিলেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও মাদক পাওয়া গেছে।

বুধবার (২০ নভেম্বর) ভোরে হাজারীবাগের শিকদার মেডিকেলের সামনের সড়কে র‌্যাবের একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে।

নিহত নাদিম বাহাদুরের (৩৮) বাড়ি শরীয়তপুরে। তিনি হাজারীবাগ এলাকায় থাকতেন। 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, রাতে শিকদার মেডিকেলের সামনে চেকপোস্ট বসিয়ে র‌্যাবের তল্লাশি চলছিল। ভোর সোয়া ৪টার দিকে একটি মোটরসাইকেল আসতে দেখে কর্তব্যরত সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু মোটরসাইকেল আরোহী না থেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাব পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। আরেক আরোহী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নাদিমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও মাদক পাওয়া গেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট