চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বায়ুদূষণে দিল্লিকে ছাড়িয়ে বিশ্বে প্রথম ঢাকা !

পূর্বকোণ ডেস্ক

২০ নভেম্বর, ২০১৯ | ২:৪৩ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার ভিজ্যুয়াল নামক একটি প্রতিষ্ঠানের বায়ুর গুণমান এবং দূষণের শহর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঢাকার নাম প্রথমে রয়েছে। পরিবেশ অধিদপ্তরের মানমাত্রায় স্বাভাবিক বায়ু সূচক ৫০। কিন্তু এয়ার ভিজ্যুয়ালের তথ্যমতে ঢাকার বায়ুমান সূচক এখন ২০৩। এদিকে এই র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার, তৃতীয় ভারতের মুম্বাই, চতুর্থ দিল্লি এবং পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ধরনের দূষণ শ্বাসকষ্ট, হাপানীসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে। অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, রাস্তার খোঁড়াখুঁড়ি ও আবর্জনা পোড়ানোসহ নানা কারণে এ অবস্থার তৈরি হয়েছে বলে মনে করছেন বায়ুমান গবেষকরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট