চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০১৯ | ১১:০৫ অপরাহ্ণ

আগামী সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ করবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে আজ শনিবার (১৬ নভেম্বর) রাতে দলের এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অন্যান্য সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের সঙ্গে করা ভারতের চুক্তি জনগণকে জানাতে দুই একদিনের মধ্যেই বিএনপি প্রধানমন্ত্রীকে চিঠি দেবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পেঁয়াজের পাশাপাশি মূল্য বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব‌্যেরই। ন্যায্য মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারেনি। এসবের প্রতিবাদেই বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট