চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স : ৮ পণ্য বাতিল বিএসটিআই’র

প্রতিটি জেলায় হবে বিএসটিআই’র অফিস

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০১৯ | ১১:২৪ অপরাহ্ণ

চলমান ভেজালবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জানিয়েছেন, প্রতিটি জেলায় মান যাচাই ও ভেজাল ঠেকাতে প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট‌্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অফিস হবে। মঙ্গলবার রাজধানীর বিএসটিআইয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এর আগে, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। শিল্পসচিব মো. আবদুল হালিম, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক ড. মো. মফিজুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প প্রতিমন্ত্রী জানান, জাতির পিতা ভেজালমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেটি তারই হাতে সৃষ্ট প্রতিষ্ঠান বিএসটিআইয়ের মাধ্যমে কিছুটা পূরণ করা সম্ভব।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট