চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সংবাদ সম্মেলনে এসএমএমএব ‘র ১০ দফা

সরকারি সৌর প্রকল্পে দেশীয় উৎপাদকদের জন্য ৩০% কোটা বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০১৯ | ৮:০১ অপরাহ্ণ

সরকারি সৌর কর্মসূচিতে দেশীয় সোলার প্যানেল/মডিউল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ শতাংশ বিশেষ কোটা বরাদ্দ রাখাসহ ৭ দফা দাবি জানিয়েছে সোলার মডিউল ম্যানুফেকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি)। আজ রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সোলার খাতের উন্নয়নে স্থানীয় প্রস্তুতকারীদের যৌক্তিক কোটা বরাদ্দ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ।

এসএমএমএবি’র অন্য দাবিগুলো হলো- এ খাতে দেশি শিল্পকে উৎসাহিত করতে ন্যূনতম ১০-১৫ বছর মেয়াদী ঋণ প্রদান, গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে সর্বনিম্ন ৪-৫ শতাংশ সুদের হার নির্ধারণ, এ খাতের বিকাশে মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে ত্রৈমাসিক সভার আয়োজন করা, স্থানীয় শিল্পের স্বার্থরক্ষায় সোলার প্যানেল আমদানি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ণ, আমদানিকৃত সৌর যন্ত্রাংশের মান নিশ্চিতকরণে স্রেডার নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের ল্যাব প্রতিষ্ঠা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)-সহ সরকারের সোলারবিষয়ক সব কমিটিতে এসএমএমএবি’র একজন প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারের রুফটপ প্রকল্প, সৌর সেচ প্রকল্প, নেট মিটারিং প্রকল্প, টিআর/কাবিখা, কাবিটা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সৌরবিদ্যুৎকেন্দ্রিক সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দেশীয় উৎপাদনকারী শিল্পের অগ্রাধিকার ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করা এবং এ বিষয়ে যথাযথ নীতিমালা প্রণয়ণ ও সৌরবিদ্যুৎ ব্যবহারকে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে ব্যবহারকারীদের অর্থিক (যেমন: ট্যাক্স-ভ্যাট অব্যাহতিসহ উৎসাহব্যঞ্জক) প্রণোদনার ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে, সংগঠনের সভাপতি মুনাওয়ার মিসবাহ মঈন, সিনিয়র সহসভাপতি মশিউর রহমান, সহসভাপতি ইঞ্জি. আনসার উদ্দিন, সদস্য তানজিল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট