চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গুগল ম্যাপে শহীদ আবরার হল, অভিযুক্তদের নামে পাবলিক টয়লেট!

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৯ | ১১:০৯ পূর্বাহ্ণ

গুগল ম্যাপে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে দেখাচ্ছে শহীদ আবরার হল। এদিকে, হলের ভেতরে যে টয়লেটগুলো রয়েছে, সেগুলোর নাম দেখাচ্ছে আবরার হত্যায় অভিযুক্তদের নামে। তবে অন্যান্য স্থানগুলোর নাম গুগল লোকেশন ম্যাপে অপরিবর্তিত রয়েছে।

বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মারধর করে। পরে হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা দেশে শুরু হয় ব্যাপক তোলপাড় । 

এদিকে শেরেবাংলা হলের নাম পরিবর্তন হয়ে শহীদ আবরার হল দেখাচ্ছে গুগল ম্যাপে। এছাড়া হলটিতে অবস্থিত কয়েকটি টয়লেটের নাম দেখাচ্ছে আবরার হত্যাকারীদের নামে। যেমন- কিলার ফুয়াদ পাবলিক টয়লেট, অমিত শাহ পাবলিক টয়লেট, রাসেল পাবলিক টয়লেট, অনিক সরকার পাবলিক টয়লেট, রবিন পাবলিক টয়লেট। 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট